মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯, ১২:৫৭:২৩

ঘূর্ণিঝড় বুলবুলে নি'খোঁ'জ ৯ জনের ম'রদেহ উদ্ধার

ঘূর্ণিঝড় বুলবুলে নি'খোঁ'জ ৯ জনের ম'রদেহ উদ্ধার

বরিশাল ও ভোলা থেকে : ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভোলার ইলিশা মেঘনা নদীতে ট্রলার ডুবির একদিন পর নি'খোঁ'জ আরও ৯ জেলের লা'শ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ৮টার দিকে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাহাদুরপুর চর এলাকার মেঘনা নদী থেকে ডু'বে যাওয়া ট্রলারসহ এসব ম'রদেহ উদ্ধার করা হয়।

ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে স্থানীয় জেলেরা ওই এলাকার মেঘনা নদীতে একটি ট্রলারের এক অংশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে মেহেদীগঞ্জ থানার পুলিশ ওই ট্রলারটিকে উদ্ধার করলে ট্রলারের কেবিন থেকে ৯ জেলের লা'শ উ'দ্ধা'র করা হয়।

নি'হ'তরা হলেন- চরফ্যাশনের দুলার হাট এলাকার কামাল দালাল (৩৫), আব্বাস মুন্সি (৪৫), হাসান মোল্লা (৩৮), রফিক বিশ্বাস (৫৫), নুরনবী বেপারী (৩০) মফিজ মাতুব্বর (৩৫) নজরুল ইসলাম (৩৫), কবির হোসেন (৪০) ও মো. বিল্লাল (৩২)।

উল্লেখ্য, গত রোববার চাঁদপুর জেলার মৎস্যঘাট থেকে মাছ বিক্রি করে উত্তাল মেঘনা নদী দিয়ে চরফ্যাশন উপজেলা আব্দুল্লাহপুর আসছিল ২৪ জেলে। দুপুরের দিকে ইলিশা মেঘনা নদীতে প্রবল স্রোতে ট্রলারটি ডু'বে যায়। 

এরপর ১০ জন জেলেকে জী'বি'ত ও একজনের লা'শ উদ্ধার করা হয় ওই দিন। পরে ১৩ জেলে নি'খোঁ'জ থাকে। আজ আরও ৯ জেলের লা'শ উ'দ্ধা'র করা হয়। এখনও নি'খোঁ'জ ৪ জেলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে