ভোলা: ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আব্দুল্লাহ আল মারুফ (৩০) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহ'ত মারুফ স্থানীয় উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ওসমানগঞ্জ ইউনিয়নের মো. বশির মাস্টারের ছেলে।
নিহ'তের স্বজনরা জানান, মারুফ জুমার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছলেন। গোসলের পর ঘরের পাশের বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশের রশিতে ভেজা লুঙ্গি শুকানোর জন্য দিচ্ছিলেন। এ সময় বিদ্যুৎ সঞ্চালন লাইনে অসাবধানতাবসত ভেজা কাপড় লেগে বিদ্যুৎয়ায়িত হয়ে তিনি গুরুতর আহ'ত হন। মারুফকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, নিহত স্কুলশিক্ষকের ম'রদে'হ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।