সাদির হোসেন রাহিম, তজুমদ্দিন প্রতিনিধ: ভোলার তজুমদ্দিনের তিনটি গ্রাম আলোকিত হলো বিদ্যুতের আলোতে। কেয়ামূল্যাহ, দেয়ানপুর, লামছি শম্ভুপুর গ্রামে প্রায় সাড়ে সাত কিলোমিটার বিদ্যুতের উদ্ভোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপ বন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর সযোগিতায় আমরা এ দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দিতে চাই। যাতে আগামী প্রজন্ম বিদ্যুতের আলোয় লেখা পড়া করে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। আমি চাই দলমত নির্বিশেষে লালমোহন তজুমদ্দিনকে অর্থনৈতিক মুক্তি এনে একটি শান্তির নীড় গড়ে তুলতে। সেজন্য আমি এ এলাকার নির্যাতিত নিপিড়িত মানুষের ভাগ্য উন্নয়নে নির্লস ভাবে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, নদী ভাঙ্গনের হাত থেকে তজুমদ্দিনকে রক্ষা করতে আমি প্রায় ৫ শ কোটি টাকার একটি প্রকল্প জমা দিয়েছি। প্রকল্প পাশ হলে আমরা তজুমদ্দিনকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে পারবো।
এসময় আরো বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অহিদ উল্যাহ জসিম, লালমোহন উপজেলা চেয়ারম্যন অধ্যক্ষ গিয়াস উদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম গোবিন্দ চন্দ্র দাস, তজুমদ্দিন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও শম্ভুপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, আ’লীগ নেতা মোঃ শাহজাহান। এসময় উপস্থিত ছিলেন চাঁচড়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল্যাহ কিরন, সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান, ছাত্রলীগের সভাপতি মোঃ আমিন মহাজন সাধারন সম্পাদক মোঃ রাসেল সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
১৩ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস