রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:২১:১৭

চরফ্যাশনে ভৌতিক আগুন দেখতে হাজারো মানুষের ঢল

 চরফ্যাশনে ভৌতিক আগুন দেখতে হাজারো মানুষের ঢল

ভোলা : কথা নেই বার্তা নেই হঠাৎ তোরঙ্গের ভেতরের শাড়িটায় দপ করে জ্বলে উঠল আগুন।  কিংবা আগুন ধরে গেল কাঠের চেয়ারের পায়াটায়।  কিন্তু কোথা থেকে কীভাবে ঘটছে এ ঘটনা কেউ জানে না।  যাকে বলে একেবারে ভৌতিক সব কাণ্ড।

এমন সব ঘটনাই নাকি গত কয়েক সপ্তাহ ধরে ঘটছে দ্বীপজেলা ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর শিবা গ্রামের ক্ষুদ্র কৃষক মোস্তফা বেপারীর বাড়িতে।

মোস্তফা বেপারী অবশ্য বলেন, দিন তিনেক আগে এই আগুন জ্বলা বন্ধ হয়েছে।  তবে এ খবর ছড়িয়ে পড়ায় দূর-দূরান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এসে ভিড় করছে।

পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, মোস্তফা বেপারী ও তার পরিবারের দৈনন্দিন জীবনযাত্রা বন্ধ হয়ে যাবার উপক্রম।  তাদের সময় যাচ্ছে উৎসুক জনতার হাজারো প্রশ্নের জবাব দিতে দিতে।

এ প্রতিবেদকের সঙ্গে যখন মোস্তফা বেপারীর টেলিফোনে কথা হয়, তখন স্পষ্টতই তার কণ্ঠে ছিল স্পষ্ট বিরক্তি।  তিনি শুধু এটুকু বলেন, ‘আল্লাহ দিলে এই দুই তিন দিন ধরে আর আগুন লাগতেছে না’।

তার কাছে জানতে চাওয়া হয়, কীভাবে লাগতো আগুন? জবাবে তিনি বলেন, হেডা আমি কইতে পারি না।  এরপরই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

এ নিয়ে কথা হয় স্থানীয় আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল রাসেলের সঙ্গে।  তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি নিজেই আগুন জ্বলতে দেখেছেন।

তিনি বলেন, হঠাৎ আগুন ধরে ওঠে।  কীভাবে ধরে জানি না।  হঠাৎ কাঠে, ঘরের কোনায়, পোশাকে আগুন ধরে যায়।  আমি নিজে দুইবার দেখেছি।

ব্যাপারটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসিসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।  কিন্তু এর কোনো ব্যাখ্যা কেউ দিতে পারেননি।

প্রতিদিন ২০/৩০ বার এভাবে আগুন ধরে ওঠে উল্লেখ করে ইসমাইল রাসেল বলেন, তার ধারণা এটা অতিপ্রাকৃত কোনো কারণে ঘটে থাকতে পারে।  এ ঘটনা ছড়িয়ে পড়ার পর প্রতিদিন বাড়িটিতে দশ থেকে পনের হাজার উৎসুক জনতা ভিড় করছেন বলেও জানান চেয়ারম্যান।

এমনকি এ প্রতিবেদনের জন্য ওই এলাকায় বিভিন্ন জনের সঙ্গে যখন যোগাযোগ করা হচ্ছিল তখনও মোস্তফা বেপারীর বাড়িতে কয়েকশ’ মানুষ জড়ো হয়ে রয়েছে।

কোনোদিন ৫০ হাজার লোকের সমাগমও ওই বাড়িতে হয়েছে বলে জানান চেয়ারম্যান।  তিনি বলেন, অনেকেই দেখেছে।  একদিন সাংবাদিক ভাইয়েরা গেছে।  গিয়ে তারা বলে, কই কোনো আগুন তো কোথাও নেই।  এটা বলার সাথে সাথেই পাশে এক মহিলার বোরকায় আগুন ধরে উঠেছে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, তারা ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছিলেন।  কিন্তু তারা সরাসরি আগুন জ্বলে ওঠা দেখেনি।  তবে আগুন যে সেখানে জ্বলে তার নমুনা তারা দেখতে পেয়েছেন।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে