ভোলা : বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমিককে শেষ উপহার দিলেন তৃষ্ণা। প্রেমিকের মনের আকাঙ্ক্ষা পূরণ করলেন তিনি। সবাই যখন প্রিয়জনের জন্য পছন্দের উপহার কিনতে ব্যস্ত ঠিক সে সময় পালালো প্রেমিক যুগল। কিন্তু পালিয়েও ধরা খায় তৃষ্ণা। পরে উভয় পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়।
রোববার প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপকূলীয় দ্বীপ জেলা ভোলা শহরের কালীবাড়ি রোডস্থ কালী মন্দিরে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ভোলা শহরের বিশিষ্ট ব্যবসায়ী রেনুকা বস্ত্রালয়ের মালিক অসিম কুমার সাহা জানান, ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের স্বপন দেবনাথের ছেলে সুশেন দেবনাথ (২৩) ও বরিশাল জেলার হিজলা উপজেলার নরসিংহ গ্রামের বাবুল দেবনাথের মেয়ে তৃষ্ণা দেবনাথের (২০) প্রায় তিন বছর ধরে প্রেম চলে আসছিল।
প্রেমের ইতি টেনে অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। সুশেন তৃষ্ণাকে নিয়ে পালিয়ে আসেন ভোলায়। কিন্তু বাদ সাধে পুলিশ। পুলিশ তাদের সন্দেহভাজন হিসেবে ভোলার ইলিশা ফেরিঘাট থেকে আটক করে।
পরে পুলিশ ও উভয় পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে কালী মন্দিরে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী পুরহিত ডেকে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
এ ব্যাপারে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বশির আহাম্মেদ জানান, বর-কনের প্রয়োজনীয় কাগজপত্র দেখে অভিভাবকদের সম্মতিতে কালী মন্দিরে সুশেন ও তৃষ্ণার বিয়ে সম্পন্ন করা হয়।
১৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম