এমটিনিউজ২৪ ডেস্ক : ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে মো. সাইফুল ইসলাম (২২) নামে মসজিদের খাদেমের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
মৃত সাইফুল একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঙাশিয়া গ্রামের মো. ফারুকের ছেলে। তিনি গজারিয়া পূর্ব বাজার জামে মসজিদের খাদেম ছিলেন।
জানা যায়, শনিবার দুপুরে গজারিয়া বাজারের পূর্ব পাশে একটি মক্তবের ছাদে বিছানা শুকাতে যান সাইফুল ইসলাম। এ সময় ছাদের পাশে থাকা বিদ্যুতের উচ্চমাত্রার সংযোগের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে সাইফুলের শরীরের বিভিন্ন স্থান পুড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করেন। পরে স্থানীয় চিকিৎসকরা সাইফুলকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনও অভিযোগ না থাকায় খাদেম সাইফুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’