ভোলা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বামী-স্ত্রী ও ভাইয়ে-ভাইয়ে লড়াই শুরু হয়েছে। ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে আপন ভাইয়ের বিরুদ্ধে লড়ছেন ভাই এবং স্বামীর বিরুদ্ধে লড়ছেন স্ত্রী। তারা প্রার্থী হওয়ায় এলাকায় চাঞ্চ্যল্যের সৃষ্টি হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি শেষদিনে ইউপি চেয়ারম্যান পদে ৬ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন নৌকা প্রতীক নিয়ে সরকারদলীয় প্রার্থী মোশারেফ হোসেন ভুঁইয়া, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি দলীয় প্রার্থী আব্দুল মান্নান হাওলাদার, সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান (স্বতন্ত্র), বর্তমান চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার (স্বতন্ত্র), মমতাজ বেগম (স্বতন্ত্র) এবং গিয়াসউদ্দিন (স্বতন্ত্র)।
এদের মধ্যে সরকারদলীয় প্রার্থী মোশারেফ হোসেন ভুঁইয়া এবং মমতাজ বেগম স্বামী-স্ত্রী ও বিএনপি দলীয় প্রার্থী আব্দুল মান্নান হাওলাদার এবং বর্তমান চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার আপন ভাই।
এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় আপন ভাই আব্দুল মান্নান হাওলাদারের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন।
তবে এ ব্যাপারে কোনো প্রার্থীই বক্তব্য দিতে রাজি হননি। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন পর্যন্ত তারা অনড় থাকবেন না বলে জানিয়েছেন।
২৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম