ভোলা প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোলা সদর উপজেলার ৮ নম্বর আলীনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বামীর সঙ্গে লড়ছেন তার স্ত্রী। দুজন চেয়ারম্যান প্রার্থী হলেও একসঙ্গে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করছেন।
স্বামী জাহিদুল হক শুভ আনারস প্রতীক আর তার স্ত্রী সানজিদা হক টেলিফোন প্রতীক নিয়ে লড়ছেন। তারা দুজনই স্বতন্ত্র প্রার্থী। জাহিদুল হক শুভ এলাকায় প্রচারণা ও গণসংযোগ চালালেও তার স্ত্রী সানজিদা হকের প্রচারণা কিংবা গণসংযোগ লক্ষ্য করা যায়নি। তার কোনো পোস্টারও এলাকায় চোখে পড়েনি।
স্থানীয়রা জানান, জাহিদুল হক শুভ মূলত স্ত্রীকে নির্বাচনী মাঠে ডামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। নির্বাচনী প্রচারণায় স্ত্রী সানজিদা হকও ভোটারদের কাছে স্বামীর পক্ষে আনারস প্রতীকে ভোট চাচ্ছেন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী জাহিদুল হক শুভ বলেন, আমরা দু্জন চেয়ারম্যান পদে প্রার্থী হলেও অনেক সময় একসঙ্গে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করি।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী সানজিদা হক বলেন, আমি টেলিফোন প্রতীকেই ভোট চাচ্ছি। পোস্টার কিংবা প্রচারণার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
আজ শনিবার সকালে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে স্বামী-স্ত্রী দুজনই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন।
৫ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম