রবিবার, ০৬ মার্চ, ২০১৬, ১০:৫৪:২২

মাথা ন্যাড়া করে নৌকা এঁকে নির্বাচনী প্রচার

মাথা ন্যাড়া করে নৌকা এঁকে নির্বাচনী প্রচার

ভোলা প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে।  দিনভর প্রচার আর উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।  সমানতালে যার যার এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।  প্রার্থীর সমর্থকরা নানাভাবে প্রচারণা চালাচ্ছেন।  ভোলার ৪১টি ইউনিয়নেও সমানতালে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে।

প্রচারের ভিন্নতাও লক্ষ্য করা গেছে।  কেউ গান বাজিয়ে, কেউ মাইকিং করে কেউবা মাথা ন্যাড়া করে প্রচারে অংশ নিচ্ছেন।  মাথা ন্যাড়া করে প্রচারণা সবার দৃষ্টি কেড়েছে।  বেশ কৌতূহলের সৃষ্টিও হয়েছে।

ভোলা সদরের শিবপুর ইউনিয়নে অভিনব কায়দায় নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন তপু ও আল-আমিন নামের দুই কিশোর।  তারা মাথার আংশিক ন্যাড়া করে নৌকা এঁকে ঘুরে বেড়াচ্ছেন।  প্রার্থীর মিছিল, মিটিং ও গণসংযোগে যাচ্ছেন তারা।

আল-আমিন জানান, তিনি এখনো ভোটার হননি, কিন্তু নৌকাকে ভালোবাসেন।  নৌকা প্রতীকের জন্য নিজের চুল ছেঁটে লোগো তৈরি করায় তার খুব ভালো লাগছে।

কিশোর তপু জানান, আমাদের দেখে অনেকের ভালো লাগে।  আমরা আরো বেশি উৎসাহ পাচ্ছি।  সবার নজরে আনতে মাথায় নৌকা এঁকে প্রচারণা চালাচ্ছি।

প্রসঙ্গত, শিবপুর ইউনিয়নে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  এদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী জসিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম, বিএনপি প্রার্থী প্রার্থী নুর হোসেন, স্বতন্ত্র প্রার্থী নুরে আলম ও ইসলামী আন্দোলনের প্রার্থী রফিকুল ইসলাম।
৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে