ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকার শাখা কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা করা হয়েছে। শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় ব্যাংকের নিরাপত্তা প্রহরী ঝান্টু গুরুতর আহত হন। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে একদল ডাকাত অস্ত্র নিয়ে ব্যাংকের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় নিরাপত্তা প্রহরী ডাকাতদের উপস্থিতি টের পেয়ে তাদের বাধা দেয়। ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় প্রহরীর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
০২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস