সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৫৭:৫৭

একসাথে এইচএসসি পরীক্ষা, ফলাফলে মেয়ের চেয়ে এগিয়ে মা

একসাথে এইচএসসি পরীক্ষা, ফলাফলে মেয়ের চেয়ে এগিয়ে মা

আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা থেকে : মা-মেয়ে একসাথে পরীক্ষায় অংশগ্রহণ করে বেশ সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন।  এমন খবরে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃস্টি হয়েছে।

মা শিখা জেলা সদরের ইলিশা ইসলামিয়া মডেল কলেজ থেকে কারিগরি শাখায় এবং মেয়ে বর্ষা বাংলাবাজার ফাতেমা খানম কলেজ থেকে মানবিক বিভাগে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।  ফলাফলে মা পেয়েছেন জিপিএ ৪.৯১ আর তার মেয়ে পেয়েছেন জিপিএ ৪.৭০।
 
নৃত্যশিল্পী সালাউদ্দিন হারুনের স্ত্রী কাওছার জাহান শিখা ও তার মেয়ে সানজানা আইভি বর্ষা ভোলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাংলাস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা।

রোববার প্রকাশিত ফলাফলের বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।  শুরু থেকেই পড়ালেখায় বেশ মনোযোগী ছিলেন তারা। শত ব্যস্ততার মধ্যেও দৃঢ় মনোবলে পড়ালেখায় করেছেন তারা।

বর্ষা শহরের নামকরা নৃত্যশিল্পী।  সাংস্কৃতিক সংগঠন সুরের ধারার নৃত্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

এ ফলাফলে মহাখুশি বর্ষা।  তার মতে, পড়ালেখার কোনো বয়স নেই।  শুধু নিজের ইচ্ছা থাকলেই সব বাধা অতিক্রম করে সফলতা অর্জন করা যায়।
আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে