ভোলা : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মনপুরাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে বার বার ক্ষমতায় আনতে হবে।
রোববার উপজেলা অডিটোরিয়ামে নবনির্মিত আদালত ভবন উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব এমপির হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার জন্য আগামী এক মাসের মধ্যে সহকারী জজ মনপুরা দেয়া হবে। দায়রা জজ আদালত স্থানান্তরের ব্যাপারে উদ্যোগ নেয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাস দমনে কঠোরভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, মনপুরাকে আধুনিক উপজেলা হিসেবে গড়তে হবে। সব কাঁচা রাস্তা পাকা করেছি। স্কুল-কলেজ, বিভিন্ন অফিস-আদালতের পাকা ভবন নির্মাণ করেছি। এ এলাকায় আর কোনো কাঁচা রাস্তা থাকবে না।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ মো. জহিরুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে এম শাহজাহান, সহ-সভাপতি শাহরিয়ার চৌধুরী দ্বিপক প্রমুখ।
১৫ মে,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম