শনিবার, ২১ মে, ২০১৬, ০৯:৪৫:১৬

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’: ভোলায় নিহত ২, কয়েক শ বাড়ি বিধ্বস্ত

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’: ভোলায় নিহত ২, কয়েক শ বাড়ি বিধ্বস্ত

ভোলা: ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ভোলার তজুমদ্দিন উপজেলায় গাছের নিচে চাপা পড়ে দুজন নিহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে কয়েক শ ঘরবাড়ি। এসময় শতাধিক লোক আহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন আক্রাম হোসেন (৪৫) ও রেখা বেগম (৩৫)। দুজনের বাড়ি শশীগঞ্জ গ্রামে।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

প্রত্যক্ষদর্শী রফিক সাদীর ভাষ্য, ঝড়ে তজুমদ্দিনের শশীগঞ্জ বাজারের তিন শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। এতে কয়েক কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে।

তজুমদ্দিনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তাদের শুকনা খাবার দেওয়ার চেষ্টা চলছে।
২১ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে