বুধবার, ২৫ মে, ২০১৬, ০৩:৫০:৩৫

‘খালেদা জনগণকে এক ছটাক চালও দিতে পারেনি’

‘খালেদা জনগণকে এক ছটাক চালও দিতে পারেনি’

ভোলা : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, খালেদা জিয়া সরকার কখনও জনগণের মাঝে এক ছটাক চাল দিতে পারেনি। একমাত্র শেখ হাসিনা সরকারই জনগণের পাশে দাঁড়িয়ে বিভিন্ন জেলায় দুর্যোগ এ ক্ষতিগ্রস্থদের সাহায্য সহযোগিতা করেছে।

বুধবার দুপুরে তজুমদ্দিন উপজেলা পরিষদের আয়োজনে দুর্যোগ ব্যবস্থা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী ভোলা, বোরহানউদ্দিন, দৌলতখাঁন ও তজুমদ্দিন উপজেলার ক্ষতিগ্রস্থ এলাকার পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের মাঝে চাল, টিন বিতরণ করেন।

এসময় আরও বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান অহিদ উল্যাহ জসিম, ভোলা ৩ আসানের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের সহর্ধমীনি ফারজানা চৌধুরী শাওন, ভোলা ২ আসনের সাংসদ আলী আজম মুকুল। আরও উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোহাৎ সেলিম উদ্দিন ও তজুমদ্দিন উপজেলা পরিষদের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পিআইও মো. রাশেদ খাঁন প্রমুখ।
২৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে