ভোলা : ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরা যাবে না ১৫ দিন। ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত এই ১৫ দিন ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদপ্তর। এ সময় ইলিশ কেনা-বেচা, সংরক্ষণ, পরিবহন ও বাজারজতকরণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে ভোলার সব মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ঈদুল আজহার ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা প্রতীষ কুমার মল্লিক।
প্রতীষ কুমার মল্লিক জানান, আশ্বিন মাসের ভরা পূর্ণিমায় মা ইলিশ ডিম ছাড়ে। তাই পূর্ণিমাসহ মোট ১৫ দিনকে ইলিশের ভরা প্রজনন হিসেবে ধরা হয়েছে। ইলিশ ধরা নিষেধাজ্ঞার ওপর জেলেদের সাহায্য সহযোগিতার জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ ব্যাপারে ভোলা জেলা প্রশাসক মো. সেলিম রেজা গণমাধ্যমকে জানান, নিষেধজ্ঞা বাস্তবায়ন করতে মৎস্য বিভাগের পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পুলিশ ও কোস্টগার্ড অভিযানে অংশ নেবে। আইন অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেয়া হবে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বেশ কয়েকটি বরফকলের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান তিনি।
২৫ সেপ্টেম্বর/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর