মঙ্গলবার, ০৫ জুলাই, ২০১৬, ০৪:০১:১২

কাল ভোলার ১০ গ্রামে ঈদ

কাল ভোলার ১০ গ্রামে ঈদ

ভোলা : সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার ভোলার পাঁচ উপজেলার সুরেশ্বরী ও সাতকানিয়া দরবারের অনুসারীরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে।

সুরেশ্বরী ও সাতকানিয়া পীরের অনুসারীদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাই পত্তন গ্রামে।

সেখানকার মজনু মিয়ার বাড়ির দরজায় সকাল ১০টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

প্রতিবছরের মতো এবারো ভোলা জেলা সদরের ইলিশা, বোরহানউদ্দিনে টবগী, তজুমদ্দিনের শিবপুর, সম্ভুপুর, লালমোহন পৌর এলাকার একাংশ ও চরফ্যাশনের জিন্নাগর ইউনিয়নের একাংশসহ ভোলা জেলার ১০টি গ্রামের পাঁচ হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করবে।

সুরেশ্বর দরবারের মুরিদ মজনু মিয়া জানান, প্রতিবছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন করি।  সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকি।
৫ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে