বগুড়া : প্রেম প্রস্তাবে সাড়া না দেয়ায় এবার বাস থামিয়ে এক স্কুলছাত্রীকে মারধর করেছে দুই বখাটে।
ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুরে।
স্কুলছাত্রীকে মারপিট করেছে নাঈম হোসেন (১৬) ও সজল ইসলাম (১৬) নামের দুই বখাটে। পরে তাদের রোববার রাতে চন্ডেশ্বর গ্রাম থেকে আটক করেছে শেরপুর থানা পুলিশ।
জানা গেছে, উপজেলার কুসুম্বী ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামের আবু সাঈদের ছেলে রাজশাহী বরেন্দ্র কলেজের একাদশ শ্রেণির ছাত্র নাঈম হোসেন দীর্ঘদিন ধরে সামিট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।
প্রস্তাবে সাড়া না দেয়ায় রোববার স্কুলছাত্রী স্কুলে আসার পথে একই এলাকার হেলাল উদ্দিনের ছেলে সহযোগী সজল ইসলামকে নিয়ে স্কুলবাস থামিয়ে ভেতরে ঢুকে ওই ছাত্রীকে থাপ্পড় মারে।
এ ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। পরে শেরপুর থানা পুলিশ ওই রাতেই তাদের আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে শেরপুর থানার এসআই আসলাম জানান, স্কুলছাত্রীকে থাপ্পড় মারার ঘটনায় নাঈম ও সজলকে আটক করা হয়েছে।
১৫ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম