বগুড়া : গাছের নিচ থেকে ওষুধের কার্টনে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবাদ গ্রামে ওড়নায় জড়ানো একটি ওষুধের কার্টন থেকে লাশটি উদ্ধার করা হয়।
দুপুরে ময়নাতদন্ত শেষে শিশুর মৃতদেহটি দাফনের জন্য আঞ্জুমান-ই-মফিদুল ইসলামকে দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জাহাঙ্গীরাবাদ গ্রামে একটি আম গাছের নিচে ওষুধের কার্টন দেখে উৎসুক জনতা ভিড় জমায়। একপর্যায়ে কার্টন খুললে ভেতরে ওড়না দিয়ে মোড়ানো একটি নবজাতকের লাশ পাওয়া যায়।
শিবগঞ্জ থানার এসআই আবদুস সবুর জানান, ময়নাতদন্ত শেষে শিশুর মৃতদেহটি দাফনের জন্য আঞ্জুমান-ই-মফিদুল ইসলামকে দেয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
২২ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম