বগুড়া : বগুড়ার শেরপুরে উত্তরাঞ্চলের জেএমবির সামরিক কমান্ডার বদর মামা ওরফে খালেদসহ দুই জেএমবি সদস্য পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোবাবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার নড়াইল পাড়া এলাকায় রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং গ্রেনেড তৈরির মালামাল উদ্ধার করা হয়।
বগুড়ার সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
২৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম