বগুড়া : বাবার পছন্দের ছেলের সাথে বিয়েতে রাজি না হওয়ায় নিজের মেয়েকে খুন করার অভিযোগ উঠেছে সফিউল আলম খোকন নামের এক পাষণ্ড বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার কাহালুর মহেশপুর গ্রামে।
মেয়ে সাদিয়া আক্তার কাহালু তাইরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। সোমবার সকালে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।
একমাত্র মেয়েকে হত্যা করে বাবা বাড়ি থেকে পালিয়েছেন। খবর পেয়ে কাহালু থানার পুলিশ সকালেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সাদিয়ার মা সালেহা খাতুন কোনো কথা বলছেন না।
প্রতিবেশিরা জানান, সাদিয়া কলেজ পড়ুয়া একটি ছেলেকে ভালোবাসে। সে তাকে বিয়ে করবে। কিন্তু বাবা অন্য একটি ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করেছে।
বাবার পছন্দের ছেলের সাথে সাদিয়া রাজি নয়। এ অবস্থায় বাবা সফিউল আলম খোকন মেয়েকে রাজি করার চেষ্টা করে। কিন্তু মেয়ে রাজি না হওয়ায় তাকে করা হয়েছে।
কাহালু থানার তদন্ত ওসি আনিছুর রহমান জানান, সোমবার সকাল ৬/৭টার দিকে হত্যাকাণ্ডটি ঘটে। ঘরে লাশের পাশ থেকে পাথরের ভারী শীল ও লাঠি উদ্ধার করা হয়েছে।
এব্যপারে সাদিয়ার পরিবারের কেউ বাদী না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।
২৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম