বগুড়া : বগুড়ার আদমদীঘিতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন সানজিদা বেগম (২৭) নামে এক গৃহবধূ। ঝাঁপ দেয়ার আগে তিনি দেড় বছরের সন্তানকে রেললাইনের পাশে রেখে যান।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আদমদীঘি উপজেলার সান্তাহার রেলস্টেশনের আদূরে হালালিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে ।
জানা গেছে, আদমদীঘি উপজেলার সান্তাহার ছাতনী সরদারপাড়ার দুখু মিয়ার স্ত্রী সানজিদা বেগম বেলা সাড়ে ১১টার দিকে সন্তানকে রেললাইনের পাশে রেখে ঢাকাগ্রামী দ্রতযান এক্সপ্রেক্স ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
রেলওয়ে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
৬ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এমএস