বগুড়া থেকে : বগুড়ার শিবগঞ্জের কিচক বন্দরে শুক্রবার রাতে নওশিন নামে একটি পেট্রলপাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পাম্পে থাকা বেশ কয়েক জ্বালানি তেলভর্তি ড্রাম ও এলপিজি সিলিন্ডার বিস্ফোরিত হয়। অন্য মালামালও পুড়ে গেছে।
বগুড়া, জয়পুরহাট ও গাইবন্ধার ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসে আগুন নেভাতে শুরু করে। রাত ১১টায় এ খবর পাঠানো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। বগুড়া-জয়পুরহাট সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিচক বন্দরে ব্যবসায়ী মোশাররফ হোসেনের নওশিন এন্টারপ্রাইজ নামে পেট্রলপাম্পে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে।
পাম্পের পিছনে গুদামে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। মূহুর্তের মধ্যে আগুন পুরো গুদাম ও পাম্পে ছড়িয়ে পড়ে। সেখানে বিপুল সংখ্যক ড্রামে পেট্রোল, ডিজেল ও কেরোসিন ছিল।
এছাড়া এলজিপি গ্যাস ভর্তি অর্ধ শতাধিক সিলিন্ডার ছিল। আগুনে তেলের ড্রাম ও গ্যাস সিলিন্ডারগুলো বিস্ফোরিত হতে থাকে। এছাড়া গুদামে থাকা কীটনাশক, সারসহ অন্য মালামালও পুড়ে যায়।
পাশের মার্কেটের ৪-৫টি দোকানঘরও পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে অন্তত ৮০টি সিলিন্ডার বা ড্রাম বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। খবর পেয়ে বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধার ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এতে আগুন নেভানোর চেষ্টা করে।
রাত সাড়ে ৯টায় এর খবর পাঠানোর সময় পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। বগুড়া ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক আবদুল হামিদ ও সিনিয়র স্টেশন অফিসার সাবের আলী তদারকি করছেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কেউ বলতে পারেননি।
এর ফলে বগুড়া-জয়পুরহাট সড়কে শত শত যানবাহন আটকা পড়েছে। শিবগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে রয়েছেন। যুগান্তর
১০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি