বগুড়া : বিষপানে আত্মহত্যা করেছেন বগুড়ার শাজাহানপুরের মাদলা শুড়িমারা গ্রামে খায়রুল ইসলাম (২০) নামে আর্মড পুলিশের এক কনস্টেবল।
সোমবার সন্ধ্যার দিকে বিষপান করলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে মঙ্গলবার দুপুরে মারা যান তিনি। তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
মাদলা ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান জানান, শুড়িমারা গ্রামের মামুনুর রশিদের ছেলে খায়রুল ইসলাম প্রায় ৩ মাস আগে আর্মড পুলিশ ব্যাটালিয়নে কনস্টেবল পদে যোগদান করেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যার দিকে তিনি গ্রামে আসেন। বাড়িতে না গিয়ে বাড়ির পাশে ফাঁকা জায়গায় বিষপান করেন তিনি। এরপর মোবাইল ফোনে ছোট ভাইকে বিষপানের কথা জানান। মাকে বলে দাদার কবরের পাশে তাকে কবর দিতে অনুরোধ করেন।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী জানান, খায়রুল ইসলাম ঢাকার উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নে কনস্টেবল পদে চাকরি করতেন। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের সদস্যদের কাছে দেয়া হয়েছে।
সন্ধ্যার পর নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
২০ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম