বগুড়া : বগুড়ার শাজাহানপুরে বিষপানে খায়রুল ইসলাম (২২) নামের এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। তিনি একই উপজেলার মাদলা ইউনিয়নের শুরিমারা গ্রামের মামুনুর রশিদের ছেলে। গত সোমবার রাতে বাড়ির কাছে এ ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম জানান, প্রশিক্ষণ চলাকালে খায়রুল ঈদের ছুটি না পাওয়ায় ক্ষোভে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খায়রুল ইসলাম সম্প্রতি পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি আর্মড পুলিশে প্রশিক্ষণরত ছিলেন। সোমবার রাতে খায়রুল ঢাকা থেকে বগুড়ায় আসেন। এরপর গ্রামে গিয়ে বাড়ির কাছাকাছি স্থান থেকে তাঁর মার কাছে ফোন করে বিষপানের বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে অসুস্থ অবস্থায় খায়রুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
২১সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম