বগুড়া : একটি গরু চুরির দায়ে গোটা পরিবারকে গ্রাম ছাড়ার নির্দেশ দিয়েছেন সালিশি বৈঠকের মাতবররা। বগুড়ার শেরপুরে রনবীরবালা গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গ্রামে ছেলের গরু চুরির অপরাধে গত শুক্রবার সন্ধ্যায় সালিশি বৈঠকে সাতদিনের মধ্যে গোটা পরিবারকে গ্রাম ছাড়ার নির্দেশ দিয়েছেন এলাকার মাতবররা।
জানা গেছে, উপজেলার কাফুড়া গ্রামের ফজলুল হকের ছেলে রকির বাড়ি থেকে গত ১৯ সেপ্টেম্বর সোমবার রাতে রনবীরবালা গ্রামের মিলনের ছেলে সাগর একটি ষাঁড় গরু চুরি করে নিয়ে যায়।
গত ২১ সেপ্টেম্বর বুধবার পুলিশ গরু উদ্ধারসহ সাগরকে আটক করে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এলাকাবাসী মাতবরদের কাছে দাবি করে, তাদের গ্রামে কোনো চোর বসবাস করতে পারবে না। এরই প্রেক্ষিতে শুক্রবার রাতে এশার নামাজ পরে মসজিদে বৈঠকে বসে মাতবররা।
ওই বৈঠকে মিলন ও তার পরিবারকে সাতদিনের মধ্যে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিয়ে তাদের গ্রাম ছেড়ে চলে যেতে বলা হয়।
এ ব্যাপারে সাগরের বাবা মিলন জানান, বাপ-দাদার ভিটা রেখে চলে যাওয়ার প্রশ্নই ওঠে না। চোরকে ধরে নিয়ে এসে তারা যা পারে করুক, তাতে কিছু যায়-আসে না। আমিও চুরির পক্ষে নই।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, কিছু ছোট বিষয় নিয়ে সমাজপতিরা সিদ্ধান্ত নিয়ে থাকে। কিন্তু একজনের অপরাধে গোটা পরিবারকে গ্রাম ছাড়া করার এখতিয়ার কারো নেই।
২৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম