বগুড়া : গুলশান হামলায় নিহত জঙ্গি খায়রুল ওরফে পায়েলের সহযোগী আবদুল হাকিম ও তার বন্ধু মাহমুদুল হাসান বিজয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছেন।
বুধবার দুপুর ১২টার দিকে বগুড়ার শহীদ টিটু মিলনাতয়নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তারা আত্মসমর্পণ করেন। এ সময় র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আত্মসমর্পণ করা জঙ্গিরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল হাকিম ও গাইবান্ধার সাঘাটা উপজেলার মাহদুল হাসান বিজয়।
জানা যায়, দুই জনের মধ্যে হাকিম গুলশান হামলায় নিহত জঙ্গি খায়রুলের ঘনিষ্ট বন্ধু ও সহপাঠি এবং সে জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত হয়ে কয়েকদিন ঢাকায় অবস্থান করেছিল।
অন্যদিকে মাহমুদ জঙ্গি দলে যোগ দেওয়ার জন্য একাধিকবার বাড়ি থেকে বেরিয়ে যায়। জঙ্গিদের ভাষায় এটাকে ‘হিযরত’ বলে। তবে চূড়ান্ত হিযরতের আগে সে ফিরে আসে এবং পরিবারকে বিষয়টি অবহিত করে। পরে পরিবার সদস্যরা তাকে র্যাব-১২ কাছে নিয়ে আসে। -বাংলা ট্রিবিউন।
০৫ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম