নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরের গোসাইবাড়ি বস্তিপাড়া গ্রামে পরকীয়া প্রেমিক মাজেম আলীর (২২) বাড়িতে বিয়ের দাবিতে ১ সন্তানের জননী স্বপ্না খাতুন (২০) তিনদিন ধরে অনশন করছে। গ্রামের মাতুব্বররা বিষয়টি মীমাংসার চেষ্টা চালাচ্ছে।
জানা যায়, উপজেলার গোসাইবাড়ি বস্তিপাড়া গ্রামের রেজাউল করিমের সঙ্গে একই গ্রামের মৃত ওসমান আলীর মেয়ে স্বপ্না খাতুনের বিয়ে হয় ৮ বছর আগে। সংসার করা অবস্থায় ১ সন্তানের জননী স্বপ্না ৪ বছর ধরে একই গ্রামের ইয়াদ আলীর ছেলে মাজেমের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। প্রায়ই মোবাইল ফোনে স্বপ্না ও মাজেমের কথা হয়। বিষয়টি নিয়ে স্বপ্নার স্বামী রেজাউল করিমের সন্দেহ হয়। তাই রেজাউল কৌশলে ফোনটির অটো রেকর্ড চালু করে রাখে। পরে রেকর্ডে করা আপত্তিকর কথাবার্তা ধরা পড়ে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়। পরে স্বপ্না খাতুন বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিক মাজেমের বাড়িতে গিয়ে ওঠে।
এদিকে স্বপ্নার উপস্থিতি টের পেয়ে প্রেমিক মাজেম বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু স্বপ্না সেই বাড়িতে বিয়ের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছে।
স্বপ্না খাতুন জানান, 'মাজেমের জন্য আমার সুখের সংসার নষ্ট হয়েছে। আমাকে বিয়ে না করলে, আমি এখানেই জীবন দিয়ে দেবো।'
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মাহফুজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজনদের সঙ্গে কথা হয়েছে। রোববার বা সোমবার বৈঠকে বসে মীমাংসা করা হবে।-যুগান্তর
১৫ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস