বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে হাসান (১৬) নামে দশম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্র তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া প্রেমিকার বাড়িতে দেখা করতে গিয়ে শারীরিক নির্যাতন মামলার আসামি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রেমিকা নিজেই বাদী হয়ে শুক্রবার রাতে সারিয়াকান্দি থানায় তার বিরুদ্ধে এ মামলা করে।
পুলিশ জানায়, শনিবার সকালে ওই ছাত্রকে আদালতের মাধ্যমে জেল হাজতে ও ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগে জানা গেছে, সোনাতলা উপজেলার সোনাকানিয়া গ্রামের নেদু আকন্দের ছেলে মো. হাসান বয়রাকান্দি দাখিল মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ে। তার সঙ্গে পার্শ্ববর্তী নারচি মাজেদা রহমান স্কুল ও কলেজের সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত দু’বছর ধরে তাদের সম্পর্ক চলছিল।
বৃহস্পতিবার রাতে হাসান তার প্রেমিকার সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায়। রাত ১২টার পর স্বজনরা টের পেয়ে তাকে আটক করেন। খবর পেয়ে হাসানের পরিবারের লোকজন সেখানে যান। এক পর্যায়ে মেয়ের পরিবার বিষয়টি মীমাংসা ও তাদের বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু দু’জনের বয়স কম হওয়ায় বিয়ে দেয়া সম্ভব হয়নি।
পরে হাসানের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে 'উদ্ধার' করে থানায় নিয়ে আসে। শুক্রবার রাতে ওই ছাত্রী নিজেই বাদী হয়ে সারিয়াকান্দি থানায় হাসানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।
সারিয়াকান্দি থানার ওসি এএসএম ওয়াহেদুজ্জামান জানান, ওই ছেলে-মেয়ের মধ্যে দু’বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বৃহস্পতিবার প্রেমিক তার প্রেমিকার বাড়িতে এলে স্বজনরা তাকে আটক করে। বিষয়টি মীমাংসা না হওয়ায় ছাত্রী শারীরিক নির্যাতন অভিযোগে মামলা করেছে। মেয়েটি শারীরিক নির্যাতনের শিকার হয়েছে কিনা ডাক্তারি পরীক্ষার পর তা নিশ্চিত হওয়া যাবে।-যুগান্তর
৩০ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ