বগুড়া : বগুড়ার ধুনটে তিনদিন ব্যাপি দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা আজ শনিবার সকাল ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন, ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা রবিউল হক সহেব। ঢাকার কাকরাইল মসজিদের তত্ত্বাবধায়নে উপজেলার নিভৃত পল্লী সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনের ময়দানে তাবলিগ জামাতের ৩৯তম এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে শুক্রবার ইজতেমায় লক্ষাধিক মুসল্লি জুমার নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন সৌদি আরবের তাবলীগ জামাতের মাওলানা শেখ আহমেদ সাহেব। নামাজ শেষে সৌদি আরবের মাওলানা শেখ আহমেদ সাহেব কোরআন ও হাদিসের আলোকে হেদায়েতের বয়ান পেশ করেন। এ সময় লাখো ধর্মপ্রাণ মুসল্লির সুবাহান আল্লাহ ও আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা প্রাঙ্গণ। ইজমেতায় বাদ আসর বয়ান করেন, বগুড়া মার্কাস মসজিদের হাফেজ ওজিউল্লাহ। বাদ মাগরিব বয়ান করেন, কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা রবিউল হক।
ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ুন কবির জানান, ইজতেমায় প্রতিবছরের মত এবারও সৌদিআরব, চাঁদ, মালয়েশিয়া, মরক্ক ও জর্ডানসহ ৭ থেকে ৮টি দেশের মুসল্লি এবং দেশের বিভিন্ন জেলা ও উপজেলার লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমায় সমাবেত হয়েছেন। শনিবার ফজরের নামাজ আদায়ের পর কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা আব্দুল মালেক সাহেব বয়ান করবেন। এরপর বেলা সাড়ে ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম এই বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা রবিউল হক।
ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, ইজতেমা প্রাঙ্গণে নিরাপত্তা বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী মুসল্লিরা নিয়োজিত রয়েছেন।
২৪ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম