নিউজ ডেস্ক: বগুড়া শাজাহানপুরের জামিয়া আরাবিয়া খাদিজা (রাহঃ) মহিলা মাদ্রাসার আবাসিক হল থেকে ডালিয়া আকতার তাছলিমা (১৪), আয়েশা (১৫) নামে ২ ছাত্রী ও রাফিফা ইরা (২০) নামে ১ শিক্ষিকা উধাও হয়েছে। রোববার ঘটনাটি ঘটে।
উধাও হওয়া ডালিয়া শাজাহানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের রজিবুল ইসলামের মেয়ে, আয়েশা শিবগঞ্জ উপজেলার কিচক গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে এবং শিক্ষিকা রাফিফা বগুড়া শহরের চকলোকমান এলাকার আকবর আলীর মেয়ে।
জানাগেছে, প্রায় ১ বছর যাবত ডালিয়া ও আয়েশা ঐ মাদরাসার আবাসিকে থেকে লেখাপড়া করছে এবং রাফিফা দেড় বছর ধরে শিক্ষকতা করে আসছে। ডালিয়ার মা-বাবা জানান, সকালে ঐ মাদরাসা থেকে প্রধান শিক্ষক মাওলানা আবু বকর সিদ্দিক মোবাইল ফোনে জানায়, আপনার সন্তানকে খুজে পাওয়া যাচ্ছেনা। এরপর আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোজাখুািজ করেও তাকে পাওয়া যাচ্ছে না।
এদিকে মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আবু বকর সিদ্দিক জানান, ভোরে ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে মাদরাসার আবাসিক গেট খোলা দেখতে পেলে সকল ছাত্রীদের খোঁজ-খবর নিয়ে ঐ শিক্ষিকা ও ছাত্রীদের না পেলে তাদের অভিভাবকদের জানানো হয়। ঘটনাটি সম্পর্কে শাজাহানপুর থানার ও সি আবদুল্লা আল মাছউদ জানান, এবিষয়ে থানায় সাধারণ ডাইরি (নং ১১৩৩) করা হয়েছে এবং উদ্ধারের চেষ্টা চলছে।
২৬ ফেব্রুয়ারী ২০১৭/ এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস