আল আমিন মন্ডল (বগুড়া): বগুড়ার গাবতলী ১১নং দক্ষিনপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড গোয়ালপাড়া গ্রামে খুঁটিস্থাপন ও সংযোগে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের নিকট থেকে অবৈধভাবে টাকা উত্তোলনের অভিযোগে মোকামতলা জোনাল কার্যালয়ে উপ-মহা ব্যবস্থাপক বরাবরে অভিযোগ
দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্র জানায়, দক্ষিনপাড়ার গোয়ালপাড়া গ্রামে পল্লী বিদ্যুৎ সংযোগ দিতে খুঁটি স্থাপন ও তাঁর টানার প্রেক্ষিতে ঐ গ্রামের কিছুসংখ্যক অসাধু ব্যক্তি গ্রাহকদের কে ভয়ভীতি ও হুমকি’সহ ভুল বুঝিয়ে প্রায় ৩শতাধিক গ্রাহকের নিকট থেকে জনপ্রতি ৬শ থেকে ১হাজার টাকা পর্য়ন্ত অবৈধভাবে উত্তোলন করা হয়েছে। এতে করে এলাকার নিরহ পল্লীবিদ্যুৎ গ্রাহকগন সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে।
এর ফলে গোয়ালপাড়া গ্রামে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন সচেতনমহল। নিরুপায় হয়ে গোয়ালপাড়া গ্রামের প্রায় শতাধিক পল্লী বিদ্যুৎ গ্রাহক স্বাক্ষরিত একটি অভিযোগ মোকামতলা জোনাল কার্য়ালয়ে উপ-মহা ব্যবস্থাপক বরাবরে দায়ের করা হয়েছে। এছাড়াও এলাকাবাসী বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থার নিকট তদন্তপূর্বক ব্যবস্থা গ্রাহনের জন্য জোরদাবি জানিয়েছেন।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস