শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮, ০৮:১৮:২৬

খালেদা জিয়ার মুক্তির জন্য রোজা রাখবে বিএনপি

খালেদা জিয়ার মুক্তির জন্য রোজা রাখবে বিএনপি

বগুড়া : দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীদের মামলা এবং হয়রানি থেকে রেহাই পেতে এবার রোজা রাখার মতো এক অভিনব কর্মসূচী নিয়েছে বগুড়া জেলা বিএনপি। এসময় সকলকে রোজা পালন করার আহবান জানান।

শনিবার দুপুরে বগুড়া শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম আগামী সোমবার বিএনপির নেতাকর্মীসহ সকলকে রোজা পালন করার আহবান জানান।

সোমবার রোজা পালন শেষে বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে ইফতারে অংশ নেয়ারও আহবান জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীদের মামলা এবং হয়রানি থেকে রেহাই পেতে এই রোজা পালন করবে বগুড়া জেলা বিএনপি।

বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি এড. হাফিজুর রহমান, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মাদ শোকরানা, আলী আজগর হেনা, লাভলী রহমান, ফজলুল বারী তালুকদার বেলাল ও রেজাউল করিম বাদশা।

এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে পুলিশের নিরাপত্তা কাঁটাতারের সীমানার মাঝে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি। এসময় নিরাপত্তার স্বার্থে বগুড়ার বিএনপি কার্যালয় এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক প্রহরায় দেখা যায়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে