শুক্রবার, ০৯ জুলাই, ২০২১, ১০:৪৭:০১

সংগ্রহ করত মেয়েদের ছবি, তারপর যা করে গ্রেফতার দুই কিশোর

সংগ্রহ করত মেয়েদের ছবি, তারপর যা করে গ্রেফতার দুই কিশোর

অভিনব একধরনের প্রতারণা। দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়ার এই দুই যুবক ফেসবুক থেকে মেয়েদের ছবি সংগ্রহ করে ফেক আইডি খুলে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করত।

গত বৃহস্পতিবার দুপুরে সদর থানা পুলিশ তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে এবং সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

যাদেরকে আটক করা হলো- শহরের গোয়ালগাড়ি এলাকার খলিলুর রহমানের ছেলে মোহাম্মাদ বাঁধন (১৯) ও নবাববাড়ী এলাকার রঞ্জন পোদ্দারের ছেলে সীমান্ত পোদ্দার (১৯)। বাঁধন শহরের বেসরকারি একটি কলেজে প্যারামেডিকেল এ ও সীমান্ত একটি বেসরকারি কলেজে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করে। 

এদিকে উপশহর স্নিগ্ধা আবাসিক এলাকার জুরাইয়া (ছদ্মনাম) নামের এক মেয়ে এই দুই কলেজছাত্র দ্বারা ব্ল্যাকমেইলের শিকার হলে তার মামা জিয়াউর রহমান (৩৭) পুলিশের কাছে অভিযোগ করে। পুলিশ প্রথমে তাদের আটক করে। পরে এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের হলে তাদের গ্রেফতার দেখানো হয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে