এইচ আলিম, বগুড়া থেকে: বগুড়ায় ভ্রাম্যমান আদালত অনুমোদন বিহীন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও নিন্মমানের কয়েল বিরোধী এবং ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে। গতকাল শুক্রবার দুপুর ৩টা থেকে জেলা শহরের রাজাবাজার, চেলোপাড়া ও বউবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সংবাদ পেয়ে অনেক কয়েল বিক্রেতা দোকান বন্ধ করে পালিয়ে যায়। কোন কোন দোকানদার আবার কয়েল দ্রুত সরিয়ে ফেলে। অভিযানে বগুড়া শহরের রাজাবাজারের মাহমুদা স্টোরে প্রায় আধঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করা হয়। দোকানে বিএসটিআই অনুমোদিত কয়েল পাওয়া যায়। পরে ভ্রাম্যমান আদালত থেকে বলা হয় যে, সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি, বিএসটিআই অনুমতি নেই ও নিন্মমানের কয়েল বিক্রি করা যাবে না ও দোকানে রাখাও যাবে না।
বগুড়ায় ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজেস্ট্রট মোবাশ্বের আলম। এসময় বিএসটিআই ও থানা পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসটিআই বগুড়া অফিসের সহকারি পরিচালক মোঃ আব্দুল আউয়াল জানান, শুক্রবার নিয়মিতভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নিন্মমানের কয়েল বিরোধী অভিযানও পরিচালনা করা হয়। এই অভিযানে কয়েল আটক না হলেও, ভ্রাম্যমান আদালতের খবর পেয়ে অন্যান্য কয়েল এর দোকানগুলো বন্ধ করে পালিয়ে যায়। শুনেছি অনেক দোকান থেকে আবার কয়েল বের করে অন্যত্র নিয়ে যায়।
বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজেস্ট্রট মোবাশ্বের আলম জানান, বগুড়া জেলা প্রশাসন থেকে রমজান মাস উপলক্ষ্যে প্রতিদিনই ভ্রাম্যমান আদালত পরিচালনা হয়ে আসছে। বিএসটিআই অনুমোদন নেই এমন কয়েল এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত একটি দোকানে অভিযান পরিচালনা করতেই অন্য পাশ থেকে কয়েল বিক্রেতা দোকানীরা বন্ধ করে চলে যায়। এমন অভিযান অব্যাহত থাকবে। এছাড়া বগুড়া শহরের বউ বাজারে ও চেলোপাড়াতেও অভিযান পরিচালনা করা হয়েছে। সব খানেই অনুমতি নেই এমন কয়েল বিক্রি করতে নিষেদ করা হয়েছে। এছাড়া শহরের বউ বাজারে ও চেলোপাড়ায় ইফতারের দোকানে ওজন কম দেয়ার কারণে ৪ জনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
১৮ জুন,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস