বগুড়া: বগুড়ার দুর্গম চরাঞ্চলে যৌথবাহিনী জঙ্গিবিরোধী বিশেষ অভিযান শুরু করেছে। সোমবার ভোর থেকে র্যাব, পুলিশ ও বিজিবি এ অভিযান শুরু করে। জেলার সারিয়াকান্দি উপজেলার ট্যাংরাকুটার চর ও ধুনট উপজেলার নিমগাছী এলাকায় এ অভিযান শুরু করে।
র্যাব-১২-এর অধিনায়ক (সিও) মো. শাহাবুদ্দিন বলেন, এ সব প্রত্যন্ত অঞ্চলে জঙ্গিদের আস্তানা রয়েছে বলে এলাকাবাসী আমাদের জানিয়েছেন। এছাড়া এ অভিযানে তারা আসাদের সহযোগিতা করছেন।
১৮ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/সৈকত/এমএম