বগুড়া: বগুড়া জেলার ধুনট উপজেলার তারাকান্দি জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল কাদেরকে চিরকুট দিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এতে নিরাপত্তাহীনতার কারণে তিনি রোববার দুপুরে গ্রামের বাড়িতে চলে গেছেন।
স্থানীয়রা জানায়, ধুনট উপজেলার ছাতিয়নি গ্রামের জালাল উদ্দিনের ছেলে মাওলানা আবদুল কাদের প্রায় বছর খানেক ধরে তারাকান্দি জামে মসজিদে ইমামতি করছেন। মসজিদের পাশের একটি কক্ষে তিনি থাকেন।
গত শুক্রবার সকালে তিনি তার কক্ষের বিছানার উপর হাতে লেখা একটি চিরকুট পান। তাতে লেখা রয়েছে, 'এই জুমার নামাজ শেষ। রোববারে দেখলে লাশ পড়বে। কাউকে বলার চেষ্টা করলে মরবেন। খোদার কসম না গেলে তুই শেষ। সোমবার আবার আসবো।'
চিরকুটটি পাওয়ার পর ওই ইমাম মুষড়ে পড়েন। পরে শনিবার রাতে ধুনট থানার ওসির কাছে এ বিষয়ে তিনি মৌখিক অভিযোগ করেন।
স্থানীয় ইউপি সদস্য তারাকান্দি গ্রামের তোজাম্মেল হক সাংবাদিকদের জানান, পুলিশের কাছে জানানো হয়েছে। তারপরও নিরাপত্তাহীনতার কারণে ইমাম আবদুল কাদের গ্রামের বাড়িতে চলে গেছেন।
ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, এ ব্যাপারে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, কেউ দুষ্টামি করে হয়তো চিরকুটটি ইমামের কক্ষে রেখে গেছে। তবে এ বিষয়ে তদন্ত করতে থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।
০১ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস