মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৩২:১০

১৭ হাজার টাকার ‌‘বাদশা’ কোরবানির হাটে ২২ লাখ টাকা!

১৭ হাজার টাকার ‌‘বাদশা’ কোরবানির হাটে ২২ লাখ টাকা!

চট্টগ্রাম : ১৭ হাজার টাকার বাদশা কোরবানির হাটে এখন ২২ লাখ টাকা হাঁকা হচ্ছে! চট্টগ্রামে বড় সাগরিকা গরুর হাটের অন্যতম আকর্ষণ শাহীওয়াল জাতের ‘বাদশা’।  

কালো রংয়ের বাদশা ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানার আলমডেঙ্গা বাজার থেকে পাঁচ বছর আগে ১৭ হাজার টাকায় কিনেছিলেন বকুল মিয়া।  

এটি বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে চট্টগ্রামে।  ৫ বছরের ব্যবধানে এটির দাম হাঁকানো হয়েছে ২২ লাখ টাকা! তবে সাড়ে ৬ লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে বাদশার।  

বাদশার মালিক বাজারে নিয়ে এসেছে প্রিমিয়াম জাতের আরো দুই ষাঁড়।  সেগুলো কেনা হয়েছিল তিন বছর আগে ১ লাখ ৬০ টাকায়।  

এগুলোরও দাম হাঁকানো হয়েছে ১৫ লাখ টাকা করে। মঙ্গলবার গরুর বাজারে গিয়ে এমন তথ্য পাওয়া গেছে।

সাগরিকা বাজারের ইজারাদার মোহাম্মদ রাজু বলেন, বাদশার ওজন প্রায় ২৭-২৮ মন।  কালো রংয়ের বাদশার উচ্চতা সাড়ে পাঁচ ফুট।  লম্বায় আট ফুটের বেশি।  এখন পর্যন্ত বাদশাই সাগরিকা বাজারের রাজা।

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড থানার বাসিন্দা বকুল (৪৫) ও মুকুল (৩৫)  সাগরিকা গরুর বাজারে গরু নিয়ে এসেছে ৯টি।  সবচেয়ে আকর্ষণীয় গরু তারাই এনেছেন।  চট্টগ্রামের সাগরিকা বাজার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাজার।

তারা জানিয়েছেন,  প্রতি বছর ৫/৭টি করে গরু ক্রয় করে সেগুলোকে পরিকল্পিত উপায়ে লালন-পালন করে কোরবানির ঈদ বাজারে নিয়ে আসেন।  এরকম একটি গরুর জন্য দৈনিক চার থেকে পাঁচশ' টাকার খাবার প্রয়োজন হয়।

প্রচুর টাকা ব্যয় করতে হয় ওষুধ ও অন্যান্য সামগ্রীর পেছনে।  বাদশাকে লালন-পালন ও চট্টগ্রাম পর্যন্ত আনতে অন্তত ১৩ লাখ টাকা এরই মধ্যে খরচ হয়ে গেছে বলে জানান মালিক বকুল মিয়া।

বাদশা নামের গরুটি সম্পর্কে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেয়াজুল হক বলেন, এটা অস্বাভাবিক হলেও একবারেই অসম্ভব নয়।  জিন খুব ভালো হলে এভাবে আকার পরিবর্তন হয়।  তবে এক দুই লাখের মধ্যে একটা হয়!
৬ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে