বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:১৮:২১

মিতু হত্যায় আরো অনেক তথ্য পেয়েছি : কামরুজ্জামান

মিতু হত্যায় আরো অনেক তথ্য পেয়েছি : কামরুজ্জামান

চট্টগ্রাম : পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান আভাস দিয়েছেন, এ মামলায় গুরুত্বপূর্ণ যেকোনো ব্যক্তি গ্রেফতার হতে পারে।  মিতু হত্যা মামলার যথেষ্ট অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

এসপি বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার একদিন পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  গত ৫ সেপ্টেম্বর মিতু হত্যা মামলার তিন মাস পূর্ণ হয়েছে।

কামরুজ্জামান বলেন, তদন্তাধীন বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না।  তবে এটুকু বলতে পারি, মামলার অগ্রগতি হয়েছে।  আমরা আরো অনেক তথ্য পেয়েছি।  তদন্তে যদি কারাে সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে যে কেউই গ্রেফতার হতে পারে।

গত ৫ জুন এসপি বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে নগরীর জিওসির মোড়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এসপি বাবুল আকতারকে এ হত্যাকাণ্ড নিয়ে ঢাকায় ডিবি কার্যালয়ে টানা ১৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। চাকরি থেকে অব্যাহতির পদত্যাপত্রে স্বাক্ষর করেন তিনি।
৭ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে