সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:৪৪:৫৩

বাসের নিচে মা, আদরের সন্তানকে ছুঁড়েও পারলেন না বাঁচাতে

বাসের নিচে মা, আদরের সন্তানকে ছুঁড়েও পারলেন না বাঁচাতে

চট্টগ্রাম : জেলার মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের দুজনেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পৃথক দুর্ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৬টায় বড়তাকিয়া মাজার পার্শ্ববর্তী এলাকায় মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী এস আলম পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-০৮০৪) একটি বাসচাপায় উপজেলার আমবাড়িয়া আমিনুর রহমানের স্ত্রী খালেদা আক্তার (৩৫) ঘটনাস্থলে মারা যান।

খৈয়াছরা ইউনিয়ন পরিষদ মেম্বার নাছির উদ্দিন জানান, গৃহবধূর কোলে তার ২ বছরের শিশু-সন্তান সাব্বিরও ছিল।  মা বাসের নিচে চাপা পড়ছে দেখে শিশুপুত্রকে বাঁচাতে সড়কে মাঝখানের ডিভাইডারে ছুঁড়ে মারেন।  

‌‘এতে শিশু সাব্বির গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় মাতৃকা হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে মারা যায় সে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই ফরিদ উদ্দিন জানান, ঘাতক বাসটি আটক করে ফাঁড়িতে রাখা হয়েছে।  

ইউপি সদস্য নাছির উদ্দিন জানান, এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সকাল ১১টায় বড়তাকিয়া এলাকায় চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী একটি বাস পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে জেসমিন (২৮), শাওন (১০), শাহাদাত (২২), সুজন (৩২) ও জাহানারাসহ (৪৫) ১৫ জন আহত হন।  আহতরা স্থানীয় মাতৃকা হাসপাতালে চিকিৎসা নেন।
১৯ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে