চট্টগ্রাম : চট্টগ্রামে বাস্তুহারা কলোনিতে অভিযান চালিয়ে একটি একে-২২(এসএমজি), একটি রাইফেল, একে-২২ এর দুটি ম্যাগাজিন, চারটা কিরিচ, ১৬টা রকেট ফ্লেয়ারসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তারা জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে র্যাব।
মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে বস্তির দুটি ঘর থেকে অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সিইও লে. কর্নেল মিসতাহ উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে কোতোয়ালি থানাধীন আইস ফ্যাক্টরি রোডের রেলওয়ে বাস্তুহারা কলোনিতে অভিযান চালানো হয়। সেখানে দুটি বাসা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে গ্রেফতার করা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য দুই বাসার দুই মালিককে আটক করা হয়েছে।
মিসতাহ উদ্দিন আহমেদ বলেন, ‘কলোনিটি মাদকের আখড়া নামে পরিচিত। আগে থেকেই এ ব্যাপারে আমাদের কাছে তথ্য ছিল। অস্ত্রগুলো জঙ্গিরা ফেলে গিয়ে থাকতে বলে মনে হচ্ছে। কারণ গুলশান, শোলাকিয়া ও নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গিরা একে-২২ ব্যবহার করেছে। সেখানেও এই অস্ত্র পাওয়া গেছে।’
তিনি আরও জানান, গত বছর চট্টগ্রামে শহীদ হামজা ব্রিগেজ নামে একটি জঙ্গি গোষ্ঠীর কিছু সদস্য শনাক্ত হয়। তাদের কাছে এই ধরনের অস্ত্র পাওয়া যায়।
আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
২৭ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম