মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:২৫:২৮

আদালতে চার সাক্ষীকে নিজেই জেরা করলেন জঙ্গি সুজন

 আদালতে চার সাক্ষীকে নিজেই জেরা করলেন জঙ্গি সুজন

চট্টগ্রাম : চট্টগ্রামে মাজারে 'নেংটা ফকির'সহ জোড়া খুনের ঘটনায় বিস্ফোরক মামলায় চার সাক্ষীকে আদালতে নিজেই জেরা করেছেন জঙ্গি সুজন ওরফে বাবু।

সুজনের আইনজীবী না থাকায় রাষ্ট্র থেকে আইনজীবী নিয়োগ দেয়া হলেও তার ওপর আস্থা নেই বলে আদালতকে জানান সুজন।  পরে আদালতের অনুমতি নিয়ে নিজেই চার সাক্ষীকে জেরা করেন।

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ মো. শাহেনূরের আদালতে সাক্ষীদের জেরা করেন তিনি।

সাক্ষী দেয়া চারজন হলেন ফজলুল করিম, মো. মনির হোসেন, সাজ্জাদ কবির ও রিনা বেগম।

চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী বলেন, মাজারে জোড়া খুনের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় চারজনের সাক্ষ্য নেয়া হয়েছে।  আসামি জঙ্গি সুজনের পক্ষে কোনো আইনজীবী ছিল না।

তিনি বলেন, রাষ্ট্র থেকে আইনজীবী নিয়োগ দেয়া হলেও তা ওপর আসামি আস্থা রাখতে না পেরে নিজেই সাক্ষীদের জেরা করতে আদালতের অনুমতি চান।  আদালত অনুমতি দিলে তিনি চার সাক্ষীকে জেরা করেন।  

আগামী ৪ অক্টোবর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর দুপুরে বায়েজিদ থানার শেরশাহ বাংলাবাজারের পূর্বাচল এলাকায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে নেংটা ফকিরের কথিত মাজারে দু’জনকে গলাকেটে হত্যা করা হয়।

নিহতরা হলেন মাজারের ফকির রহমত উল্লাহ (৬০) এবং তার খাদেম মো. আব্দুল কাদের (৩০)।  আসামি জেএমবি সদস্য সুজন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার হরিণদিয়া মাদ্রাসাপাড়া গ্রামের মোমিনুল ইসলামের ছেলে।  বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন তিনি।
২৭ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে