চট্টগ্রাম : শ্যালিকার সাথে প্রত্যেকটির ভগ্নিপতিরই মধুর সম্পর্ক থাকে। তবে সেই সম্পর্ক ততক্ষনই মধুর থাকে যতক্ষণই একে অপরের ওপর বিশ্বাস ও ভালোবাসার জায়গাটি ঠিক থাকে। কিন্তু সেই সম্পর্কটি যখন ভিন্নখাতে প্রভাবিত হয় তখন সেই বিশ্বাসের জায়গাটিতে আঘাত আছে।
তেমন একটি ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে শ্যালিকার দিকে কুদৃষ্টি দেয়ায় ভগ্নিপতিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের উত্তর ঘোড়ামরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ভগ্নিপতির নাম লিটন চন্দ্র দাস (২৮)। সে উপজেলার ঘোড়ামরা এলাকার মানিক চন্দ্র দাসের ছেলে।
থানা সূত্রে জানা যায়, ৭ বছর আগে লিটন চন্দ্র দাসের সঙ্গে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকার পলি দাসের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রী পলির ওপর নির্যাতন শুরু করে লিটন। এ নির্যাতন সইতে না পেরে গত ৬ মাস আগে বাপের বাড়িতে চলে আসে পলি।
এরপর লিটন বারবার তার শ্যালিকার সঙ্গে দেখা করার চেষ্টা করত এবং নানা উপায়ে কুপ্রস্তাব দিত। ফেইসবুকেও প্রতিনিয়ত উত্ত্যক্ত করত তাকে।
বুধবার লিটনের স্ত্রী ও শ্যালিকা সীতাকুণ্ড থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করলে পুলিশ লিটন চন্দ্র দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রেকর্ড করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হাসান বলেন, লিটন স্ত্রীর সঙ্গে সম্পর্ক না রেখে শ্যালিকাকে কুপ্রস্তাব দিতে থাকে। এ ঘটনায় মামলা করলে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
১৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি