চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর কর্নেলহাটে একটি দোতলা বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে অভিযান চালিয়ে ৫ জঙ্গিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে র্যাব এই অভিযান শুরু করে। এসময় সেখান থেকে বেশ কিছু বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (এসপি) সোহেল মাহমুদ এ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়িটিতে বেশ কয়েকজন জঙ্গি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ৫ জনকে আটক করা হয়েছে।
এদের মধ্যে দুজনকে আমরা ভোরে এ. কে. খান এলাকা থেকে আটক করেছি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আকবর শাহ থানারমুকিম তালুকদার পাড়ার একটি বাড়ি ঘেরাও করে অভিযান চলছে।
তিনি আরো বলেন, অভিযান শুরুর পরপরই জঙ্গিরা ভেতরে একটি ল্যাপটপ পুড়িয়ে ফেলেছে। দুই জঙ্গির কাছ থেকে বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, দ্বিতল বাড়িটি বিপুল পরিমাণ র্যাব সদস্য ঘেরাও করে রেখেছে। বার বার অনুরোধ কারার পরও ভেতর থেকে কেউ দরজা খুলছে না। আমরা বাড়ির পেছনের দরজা খোলার চেষ্টা করছি।
০৮ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম