চট্টগ্রাম থেকে : নিজেদের মধ্যকার মতপাথর্ক্য ভুলে গিয়ে দলে দৃঢ় ঐক্য গড়ে তুলতে সকল স্তরের নেতা-কর্মীর প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি নিজেদের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক প্রতিষ্ঠা এবং যে কোন সমস্যা সমাধানে যাতে পদক্ষেপ নেয়া যায়, এ জন্য তৃণমূল পযার্য়ের প্রকৃত সমস্যা দলকে জানাতে দলের নেতাদের প্রতি আহবান জানান।
ওবায়দুল কাদের আজ সকালে চট্রগ্রাম আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে চট্রগ্রাম নগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, দলের মধ্যকার কোন্দল দূর না হলে প্রয়োজনে সভাপতি শেখ হাসিনা হস্তক্ষেপ করতে পারেন। তিনি বলেন, নিজেদের মধ্যকার মতপাথর্ক্য ভুলে গিয়ে লক্ষ্যে পৌছুতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, পরবর্তী নির্বাচনের আর মাত্র দু’বছর বাকি। আমাদেরকে জনগণের কাছে যেতে হবে এবং তাদের কথা শুনতে হবে।
তিনি বলেন, কতিপয় লোকের অশোভন আচরনের জন্য শেখ হাসিনার অর্জন এবং দেশের উন্নয়ন কর্মকান্ড ভন্ডুল হতে পারে না। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বালাদেশ সকল প্রকার সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে লক্ষ্যে পৌছুবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, দেশে এখন সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় ঐক্য প্রয়োজন।
দলে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করে দেন ওবায়দুল কাদের। তিনি আগামী তিন মাসের মধ্যে দলে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করে অঙ্গ সংগঠনগুলোর সম্মেলন সম্পন্ন করার সময় সীমাও নির্ধারণ করে দেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে সিটি মেয়র এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন, দলের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার চৌধুরী মহিবুল হাসান নওফেল, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্রগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, ছাত্রলীগ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার জিএস ফজলে রাব্বী সুজন বক্তব্য রাখেন।
২৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস