শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬, ০২:৫১:২০

কাস্টমসের ৬৫ গোপন নথি মিলল চট্টগ্রামের এক পোশাক কারখানায়

কাস্টমসের ৬৫ গোপন নথি মিলল চট্টগ্রামের এক পোশাক কারখানায়

চট্টগ্রাম : চট্টগ্রামের একটি তৈরি পোশাক কারখানা থেকে কাস্টমসের ৬৫টি গোপন নথি উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। বৃহস্পতিবার কাস্টমসের গোয়েন্দা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

কাস্টমস গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক শামীমুর রহমান বলেন, ‘হালিশহর থানার নয়াবাজার এলাকার আল আমিন অ্যাপারাল ফ্যাশন লিমিটেডে অভিযান চালিয়ে কাস্টমসের ৬৫টি গোপন নথি উদ্ধার করা হয়েছে।’

শামীম আরও জানান, এই তৈরি পোশাক কারখানাটি মূলত সাব-কন্ট্রাক্টে কাজ করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানার একটি বদ্ধ ঘরের ক্যাবিনেট থেকে এসব গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়। উদ্ধার করা নথিগুলো তিন ধরনের। এগুলো হলো, ব্যাংক গ্যারান্টি সংক্রান্ত, বিচারাধীন বিভিন্ন মামলা এবং শুল্ক ও অন্যান্য বিষয়ক নথি।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ব্যাংক গ্যারান্টি, বিচারাধীন বিভিন্ন মামলা এবং শুল্কের মত স্পর্শকাতর নথিগুলো কিভাবে এই কারখানায় এলো, সে বিষয়ে বিস্তারিত তদন্ত করবে শুল্ক গোয়েন্দারা। -বাংলা ট্রিবিউন।
৩০ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে