চট্টগ্রাম : চট্টগ্রামে এক আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন মারাত্মকভাবে আহত হয়েছেন। শুক্রবার বাকালিয়া থানাধীনে দেওয়ান বাজার এলকার একটি আবাসিক ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে পুলিশ ও ফায়ার সার্ভিস এ বিস্ফোরণের পেছনে এখনও কোনও নির্দিষ্ট কারণ খুঁজে পায়নি। তবে পুলিশের ধারণা ওই ভবনের কোনও ফ্লাটের ভেতর গ্যাস জমা হওয়ায় এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে পুলিশের এ ধরণা মানতে রাজি নন ভবনের বাসিন্দারা। তাদের দাবি ফ্লাটের ভেতর কোনও বিস্ফোরণ দ্রব্য না থাকলে এ ধরনের বিস্ফোরণ ঘটতো না।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিস্ফোরণ হওয়া ভবনটি স্থানীয়দের কাছে মাদ্রাসা ভবন নামে পরিচিত। শুক্রবার সকাল ৫টা ১৭ মিনিটে ভবনের তৃতীয় তলায় ৩০১ নম্বর কক্ষে এ বিস্ফোরণ ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘আমরা এখনও এ বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকাল সাড়ে ছয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের একটি তদন্ত দল ঘটনা তদন্ত করছে।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি-দক্ষিণ) সহকারী কমিশনার এসএম মোস্তাইন হোসেন বলেন, ‘ঘটনা তদন্তে অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিন বিশেষজ্ঞ ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা যৌথভাবে তদন্ত পরিচালনা করছে। বাংলা ট্রিবিউন।
২৮ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম