সোমবার, ১৩ মার্চ, ২০১৭, ১১:১৫:১৬

আগামী জাতীয় নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য হবে : সিইসি

আগামী জাতীয় নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য হবে : সিইসি

চট্টগ্রাম : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা আশা প্রকাশ করেছেন যে নির্বাচন কমিশন (ইসি) সকলের কাছে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের কাজ করে যাচ্ছে, ফলে আগামী জাতীয় নির্বাচন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।

সোমবার বিকেলে চট্টগ্রামে স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড (এনআইডি) বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি কে এম নূরুল হুদা একথা বলেন।

তিনি বলেন, ভোটাররা যাতে কোন ভয়-ভীতি ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং ভোট দান শেষে নিরাপদে ঘরে ফিরতে পারেন এমন অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য ইসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণের পর আমরা অবাধ ও নিরপেক্ষভাবে কয়েকটি নির্বাচন সম্পন্ন করেছি এবং আশা করছি যে, আগামী নির্বাচনগুলোও একইভাবে অনুষ্ঠিত হবে।

সিইসি সাংবাদিকদের আরো বলেন, আগামী সাধারণ নির্বাচনের আগে ইসি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে। প্রয়োজন বোধ করলে ইসি আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করবে।

চট্টগ্রামের ডিসি সামশুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাহাদাত হোসেন চৌধুরী, চট্টগ্রামের মেয়র আ জ ম নাসির উদ্দিন, ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, এনআইডি শাখার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম ও উপ-পরিচালক আব্দুল বাতেন বক্তৃতা করেন।

১৩ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে