শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭, ০৪:২৩:৩০

কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম মহানগরী

 কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম মহানগরী

চট্টগ্রাম: মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। অপরিকল্পিত নগরায়ণকে দায়ী করছেন ভুক্তভোগী মানুষরা।

শুক্রবার সকাল ৭টা থেকে মাত্র ৩ঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর ২নং গেইট, মুরাদপুর, চকবাজার, কাপাসগোলা, বহদ্দারহাট, ডিসি রোড় প্রবর্তকমোড়, আগ্রাবাদ, চৌমুহনী সহ নগরীর নীচু এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে  বন্ধ হয়ে যায় চলাচল। বাসা বাড়ি ও দোকানপাটে বৃষ্টির পানিতে আসবাবপত্র ও মালামাল নষ্ট হয়ে যায়।

এই জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত নগরায়ণকে দায়ী করছেন নগরবাসী। তারা বলছেন, অপরিকল্পিত উন্নয়ন ও সমন্বয়হীনতার কারণে চট্টগ্রাম শহরের এ পরিস্থিতি।

পতেঙ্গা আবহাওয়া অফিস গত রাত থেকে দুপুর ১২ পর্যন্ত ১৪৬দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
২১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে