বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭, ০৯:১৯:১৮

‘ক্রিকেটার হতে চাই, জঙ্গি হতে চাই না’

 ‘ক্রিকেটার হতে চাই, জঙ্গি হতে চাই না’

চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম নগরের আউটার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণ বন্ধের দাবিতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় দেড় শ শিক্ষার্থী মানববন্ধন করেছে। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় তাদের অনেকের হাতে ছিল ব্যানার ও প্ল্যাকার্ড। খেলার মাঠ রক্ষায় তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে।

একটি ব্যানারে লেখা ‘আমরা সুইমিংপুল চাই, কিন্তু খেলার মাঠ নষ্ট হোক চাই না, অবিলম্বে আউটার স্টেডিয়ামে খেলার মাঠ ফিরিয়ে দাও।’ বিভিন্ন শিক্ষার্থীর হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমরা ক্রিকেটার হতে চাই, জঙ্গি হতে চাই না। আমরা সাকিব আল হাসান হতে চাই। আমরা মোস্তাফিজ হতে চাই।’

মানববন্ধন করা নিয়ে গত তিন দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালায় শিক্ষার্থীরা। নগরের কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন উচ্চবিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সিটি কলেজ, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মেরন সান স্কুল অ্যান্ড কলেজ, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ, শাহ ওয়ালি ইনস্টিটিউটসহ ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।

‘ফেসবুক ইভেন্ট’ নামে এই কর্মসূচি পালন করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হাজী মুহাম্মদ মহসিন কলেজের একাদশ শ্রেণির ছাত্র সাফায়েত ফাহিম ও চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুর রহমান বলে, চট্টগ্রাম নগরে এমনিতেই খেলার মাঠ কম। যে কয়টা মাঠ আছে তার অন্যতম আউটার স্টেডিয়াম। কিন্তু এই মাঠের এক পাশে সুইমিংপুল নির্মাণ করায় শিশু-কিশোর ও তরুণদের খেলার সুযোগ কমে যাবে। শিক্ষার্থীরা খেলাধুলা করতে চায়। মাঠ না থাকলে তারা খেলবে কোথায়? তাই খেলার মাঠ ফিরিয়ে দিতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেয় রাকিবুল হাসান, ওয়াহিদুর রহমান, ইশতিয়াক উল আলম প্রমুখ।
২৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে