চট্টগ্রাম: বিরোধ ভুলে গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসায় গেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ শনিবারের নগর আওয়ামী লীগের প্রতিনিধি সভার প্রস্তুতি নিয়ে আলাপ করতে মহিউদ্দিন চৌধুরীর চশমাহিলের বাসায় যান মেয়র নাছির।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নগর আওয়ামী লীগের সহসভাপতি মো. নঈমউদ্দিন, খোরশেদ আলম, আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। আ জ ম নাছির চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
১০ এপ্রিল লালদীঘি মাঠের এক সমাবেশে মহিউদ্দিন চৌধুরী মেয়র নাছিরকে ‘খুনি’ বলে মন্তব্য করেন। মহিউদ্দিনের বক্তব্যকে মেয়র নাছির ‘পাগলের প্রলাপ’ বলে মন্তব্য করেন। এর এক সপ্তাহ পর ১৭ এপ্রিল নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় সভায় হাত ধরাধরি করে ঐক্যের বার্তা দেন দুজন।
দলীয় সূত্র জানায়, গতকাল রাত নয়টার কিছু পরে আ জ ম নাছির উদ্দীন সাবেক মেয়রের বাসায় উপস্থিত হন। প্রায় একই সময় কেন্দ্রীয় দুই নেতাও পৃথকভাবে সেখানে যান। আজ শনিবারের প্রতিনিধি সভায় কে সভাপতিত্ব করবেন, কে পরিচালনা করবেন এবং কে কে বক্তব্য দেবেন সে বিষয়ে তাঁদের আলাপ হয়। আলাপ শেষে তাঁরা মহিউদ্দিন চৌধুরীর বাসায় রাতের খাবার খান।
জানতে চাইলে আ জ ম নাছির বলেন, ‘প্রতিনিধি সভায় মহিউদ্দিন ভাই সভাপতিত্ব করবেন, আমি সঞ্চালনা করব। এ ছাড়া কে কে বক্তব্য দেবেন তা ঠিক করতে উনার বাসায় গিয়েছিলাম। প্রায় পৌনে এক ঘণ্টা সেখানে ছিলাম।’
এদিকে আজ সকাল ১০টায় নগরের পাঁচলাইশ এলাকার একটি কমিউনিটি সেন্টারে নগর কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম বলেন, তৃণমূল এবং নগর আওয়ামী লীগের প্রায় ৮০০ সদস্য প্রতিনিধি সভায় উপস্থিত থাকবেন। চট্টগ্রাম নগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ—এই বার্তা প্রতিনিধি সবার মাধ্যমে জানান দেওয়া হবে। তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন। নির্বাচন উপলক্ষে দলের ঐক্য আরও অটুট রাখা হবে।
দলীয় সূত্র জানায়, এবারের প্রতিনিধি সভায় তৃণমূল পর্যায়ের নেতারা সাংগঠনিক কাঠামো নিয়ে কেবল বক্তৃতা করতে পারবেন। দলের দুর্বলতা থাকলে সেটা তুলে ধরতে পারবেন তাঁরা। তবে গ্রুপিং ও দ্বন্দ্ব নিয়ে কেউ অনুষ্ঠানে বক্তৃতা করার সুযোগ পাবেন না। এ-সংক্রান্ত সিদ্ধান্ত গত মঙ্গলবার নগর আওয়ামী লীগের কার্যকরী সভায় হয়। তৃণমূল পর্যায়ের নেতাদের লিখিত বক্তব্য আগেই সংগ্রহ করা হয়েছে।-প্রথম আলো
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস